Deprecated: Optional parameter $file declared before required parameter $force is implicitly treated as a required parameter in /home/ikrimikr/public_html/wp-content/plugins/google-document-embedder/functions.php on line 100
দাদুবাড়িতে ঈদের স্মৃতি - ইকরিমিকরি । আমাদের স্বপ্নরাজ্য
দাদুবাড়িতে ঈদের স্মৃতি

দাদুবাড়িতে ঈদের স্মৃতি

লেখক শেহ্জাদী ফারহা অর্থি। বয়স-৮.৫ ছবি : নাজমুল আলম মাসুম

ঈদ এলেই আমার মনটা আনন্দে ভরে ওঠে। স্কুল ছুটি হয়ে যায়। আর সবাই মিলে বেড়াতে যাই দাদুবাড়ি। দাদুবাড়িতে আমার অনেক ঈদের স্মৃতি আছে।

ঈদের আগের দিন সন্ধ্যায় হাতে মেহেদি পরে ঈদের চাঁদ দেখি। মনি ফুপি যখন আমার হাতে মেহেদি পরাতো, পাড়ার অন্য ছোট মেয়েরাও মেহেদি পরতে আসত। দাদা গরিব মানুষদের নারকেল, চাল আর টাকা দেন।

ঈদের দিন সকালে বাবা ও দাদুভাই যান ঈদগাহে নামাজ পড়তে। দাদি ব্যস্ত থাকেন পায়েস ফিরনি রান্নায়। আমরা গোসল করে নতুন জামা পরে ঘুরতে বের হই।

বিকেলবেলা দাদুবাড়ির পাঠাগার ঘরে সব শিশুকে ডেকে এনে ছবি আঁকি আমরা। অনেক মজা করি। এভাবেই আমার ঈদের দিন শেষ হয়ে যায়।

আপনার মতামত দিন

Shopping Cart