লেখক ও শিল্পী : মানহা তাহফিম ইসলাম, বয়স : ছয়
একদিন দুই বন্ধুগাজর খামারে গেল। বেগুনি খরগোশ কষ্ট করে অনেক গাজর মাটি থেকে তুলে আনল। গাজরগুলো রেখে একটুবিশ্রাম করছিল সে। আর তখনই গোলাপি খরগোশ চুপি চুপি বেগুনি খরগোশের বেশ কয়েকটা গাজর নিয়ে হাসতে লাগল।
বেগুনি খরগোশ তা দেখে রাগে টগবগ করতে লাগল। এই দেখে গোলাপি খরগোশ দৌড়ে পালাতে গেল। অমনি পাথরের ওপরে পিছলে পড়ে সব গাজর পানিতে চলে গেল।