ঈশপের গল্প আর্কাইভ - ইকরিমিকরি । আমাদের স্বপ্নরাজ্য
হোম ঈশপের গল্প

ঈশপের গল্প

উট এবং আরব

উট এবং আরব

ছবি : প্রসূন হালদার এক আরব উট মালিক তার উটের পেছনে মালপত্র বোঝাই করল। তারপর উটকে জিজ্ঞেস করল, ‘কোন পথে যেতে চাও? নিচের দিকে, নাকি পাহাড়ের দিকে?’ উট বলল, ‘সোজা যে রাস্তাটা যায় সেটাই বোধ হয় আমার জন্য সহজ হবে।’ মূলভাব : যে প্রশ্নের উত্তর বোঝাই যায়, সেটা আলাদা করে করার দরকার নেই।

ছাগল এবং ভেড়া

ছাগল এবং ভেড়া

উঁচু টিলার ওপর উঠে ঘাস খাচ্ছিল এক ছাগল। টিলার পাশ দিয়ে যাচ্ছিল এক নেকড়ে। সে খুবই ক্ষুধার্ত। চালাক নেকড়ে মধুর সুরে ছাগলকে বলল, ভাই, নিচে নেমে এসো। এখানকার ঘাস আরো মিষ্টি, আরো সুস্বাদু! তা ছাড়া অত ওপর থেকে পড়েও যেতে পারো তুমি! ছাগলটি ছিল বুদ্ধিমান। বলল, তোমার চালাকি আমি খুব বুঝতে পারছি, নিচে নেমে এলেই …

ছাগল এবং ভেড়া আরও পড়ুন »

Shopping Cart