ছবি : শিল্পী সুনেহ্রী আলম
শ্রেণি : দশম
লেখক : তৈয়বুর রহমান ভূঁইয়া
শ্রেণি : দ্বাদশ
দিল্লিথেকে বিল্লিএসে বলল কী তা জানিস? আমি তোদের গুরুমশাই আমার কথা মানিস।
নয়তো তোদের চিবিয়ে খাব একজনও থাকবি না, হাড়-মাংস সবই খাব বাঁচবি ভাবিস? জি না।
এসব শুনে ইঁদুর জাতি কাঁপছে থরোথরো, নেংটিটা কয়, ডরাও কেন? সবাই তাকে ধরো।
তারপরে কী? বিল্লিকাঁদে ইঁদুর জাতির জ্বালায়, লেজ গুটিয়ে চুপটি করে বিল্লিটা ঠিক পালায়।