হিমাদ্রি হাবীব
একটা ভূতের ছা টিঙটিঙে দুই পা বাঘকে দেখে ভূত বলল ‘পারলে আমায় খা।’
বাঘ বলল ধুস! তুই কোনো মানুষ? তোর কি আছে মাংস-মগজ, কলিজা, ফুসফুস?
ভূত বলল থাম! সাহসটা দেখলাম। ভূত ধরতে ভয় পাবি তা আগেই জানতাম।
বাঘ বলল ইশ! বড্ড বকেছিস! নাদুসনুদুস স্বাস্থ্য হলে তখন দাওয়াত দিস।