বলো তো কোন গাছের কা- লোহার মতো শক্ত! পারলে না তো! আরে বোকা, নাগেশ্বর ফুলের গাছ। জানো তো এই গাছকে লোহা গাছও বলে। এর কাঠ খুব দামি। আর ঔষধিগুণও খুব।
ফুলগুলো দেখো কত সুন্দর। সাদা, হালকা গোলাপি পাপড়ির মাঝখানটায় একটা হলুদ চাকতি।
পুরো গ্রীষ্মকালজুড়ে ফুটে থাকবে নাগেশ্বর বা নাগকেশর বা নাগেশ্বরচাঁপা।