শান্ত হও নাসিরউদ্দিন - ইকরিমিকরি । আমাদের স্বপ্নরাজ্য
শান্ত হও নাসিরউদ্দিন

শান্ত হও নাসিরউদ্দিন

নাসিরউদ্দিন হোজ্জা
তিনি ছিলেন ছোটখাটো গড়নের মানুষ। মাথায় পাগড়ি আর গায়ে জোব্বা পরে ঘুরে বেড়াতেন গাধার পিঠে চড়ে। হাজারেরও বেশি গল্প আছে তাকে নিয়ে। কোনো গল্পে তিনি খুব বুদ্ধিমান আবার কোনো গল্পে একেবারেই বোকার হদ্দ। হোজ্জার কর্মকা- আমাদের হাসায়, ভাবায়ও।

শান্ত হও নাসিরউদ্দিন
একদিন নাসিরউদ্দিন তার ছেলেকে নিয়ে শহরের রাস্তা ধরে যাচ্ছিলেন। ছেলেটি কাঁদছিল। তিনি নিচু গলায় বলছিলেন ‘নাসিরউদ্দিন, শান্ত হও, আর একটুখানি পথ। এই তো বাড়ি এসে গেছি। সামান্য একটু পথ বাকি।’

এই দৃশ্য দেখে এক বৃদ্ধা বললেন, ‘ছেলের সঙ্গে আপনার আচরণ দেখে আমার খুব ভালো লাগছে।’ তিনি বাচ্চাটার থুতনি নেড়ে বললেন, ‘কান্না কোরো না নাসিরউদ্দিন, সব কিছু ঠিক হয়ে যাবে।’ ‘শুনুন’, নাসিরউদ্দিন মহিলাটির দিকে চোখ গরম করে বললেন, ‘ডাহা ভুল করছেন আপনি। নাসিরউদ্দিন আমার নাম, আর ওর নাম জামালউদ্দিন।’

আপনার মতামত দিন

Shopping Cart