ছবি : রেহনুমা প্রসূন
নাসিরউদ্দিন হোজ্জা : তিনি ছিলেন ছোটখাটো গড়নের মানুষ। মাথায় পাগড়ি আর গায়ে জোব্বা পরে ঘুরে বেড়াতেন গাধার পিঠে চড়ে। হাজারেরও বেশি গল্প আছে তাকে নিয়ে। কোনো গল্পে তিনি খুব বুদ্ধিমান আবার কোনো গল্পে একেবারেই বোকার হদ্দ। হোজ্জার কর্মকা- আমাদের হাসায়, ভাবায়ও।
একদিন হোজ্জা নিজের জন্য একটি জামা কিনতে গেলেন দোকানে। পছন্দ করার পর দোকানদার জামাটা প্যাকেট করে দিলেন। হোজ্জা জামা নিয়ে চলে আসার সময় ভাবলেন-জামা না নিয়ে একটি আলখাল্লা নিই। দোকানদারকে বললেন-জামাটা রেখে আমাকে একটি আলখাল্লা দিন। আলখাল্লা দেওয়ার পর হোজ্জা তা নিয়ে বের হয়ে আসার সময় দোকানদার বললেন-হোজ্জা সাহেব, আপনি তো আলখাল্লার মূল্য পরিশোধ করেননি। তখন হোজ্জা উত্তর দিলেন-আমি তো আলখাল্লার পরিবর্তেজামাটা রেখে গেলাম। তখন দোকানদার বললেন-আপনি তো জামার জন্যও মূল্য পরিশোধ করেননি। হোজ্জা তখন বললেন-যেটা আমি নিইনি তার জন্য মূল্য পরিশোধ করব কেন?