পৃথিবী বদলে দেয়া আট আবিষ্কার - ইকরিমিকরি । আমাদের স্বপ্নরাজ্য
পৃথিবী বদলে দেয়া আট আবিষ্কার

পৃথিবী বদলে দেয়া আট আবিষ্কার

মানুষ যখন পৃথিবীতে এলো, তখন থেকে জীবনকে সহজ করার জন্য অগুনতি আবিষ্কার করে চলেছে আর পৃথিবীর চেহারাটাকেই বদলে দিয়েছে। অন্য কোনো প্রাণী এত বড় বড় শহর, বন্দর বানায়নি অথবা নদী ভরাট করেনি বা পাহাড় কেটে সমানও করেনি। চলো দেখি, এর শুরুটা হয়েছিল কোথায়!

প্রায় দুই মিলিয়ন বছর আগে মানুষ আগুন জ্বালতে, নেভাতে শেখে। রান্না করা, আলোর জন্য আগুন জ্বালানো, শিকারি প্রাণীর কবল থেকে নিজেকে বাঁচানো ছিল আগুনের প্রথম ব্যবহার।

আপনার মতামত দিন

Shopping Cart