লেখক জুয়াইরিয়াহ্ ওয়াইজ। শ্রেণি : প্রথম
শিল্পী রামিসা ফারহা। শ্রেণি : ষষ্ঠ
তখন আমার দাদাবাড়ি গেন্ডারিয়ার দীননাথ সেন সড়কে ছিল। দাদার বাড়িটাকে ওই এলাকার সবাই দশ ভাইয়ের বাড়ি বললেই চিনত। মুক্তিযুদ্ধ চলাকালে প্রায়ই ব্ল্যাক আউটের ঘোষণা দিত। আমার দাদাভাইয়ের অনেক সাহস ছিল। তাই ওই সব ঘোষণাকে পাত্তাই দিতেন না।
একদিন রাতের খাওয়া শেষ করে দাদাভাই ঘরে আলো জ্বালান। দূর থেকে কিছু অস্ত্রধারী পাকিস্তানি আর্মি সেটা দেখে।
তারপর তারা এসে আমার দাদা এবং তার ভাইদের ধরে এনে পাশের রেললাইনে দাঁড় করিয়ে গুলি করতে নেয়, ঠিক তখনই ভারতের একটি টহল বিমান তাদের মাথার ওপর দিয়ে উড়ে যাওয়ায় পাকিস্তানি আর্মিরা ভয়ে পালিয়ে যায়, আর আমার দাদাজানরাও প্রাণে বেঁচে যান।