লেখা : ইশতিয়াক হাসান
বাপি, আমরা তিনটা দিন সুন্দরবনে কাটালাম, কিন্তু বাঘ দেখতে পেলাম না। এটা কী হলো? এবার সুন্দরবন থেকে ফেরার পর মন খারাপ করে বলল আমার ছয় বছরের মেয়ে ওয়াফিকা। শোনো, সুন্দরবনে বাঘ রয়েল বেঙ্গল টাইগার থাকলেও তাদের দেখা পাওয়া সহজ নয়। এত এত মানুষ সুন্দরবনে আসছে, এদের খুব কমই বাঘ দেখতে পেয়েছে। কেন বাপি! ওয়াফিকা অবাক। কারণ বাঘ মানুষকে এড়িয়ে চলে। ওরা তোমার কাছে
চলে এলেও এভাবে লুকিয়ে থাকবে যে তুমি টেরই পাবে না। তা ছাড়া বাঘ নিশাচর প্রাণী, মানে রাতে চলাফেরা করে। এমন মানুষও আছে যে সুন্দরবনে প্রতিবছর আসছে, কিন্তু বাঘ দেখেনি। তাহলে এই ঘটনা। আচ্ছা বাপি, সুন্দরবনে কতটা বাঘ আছে? তিন বছর আগে, মানে ২০১৮ সালে একটি জরিপ হয়েছিল। তখনকার হিসাবে সুন্দরবনে বাঘ আছে ১১৪টি। ওমা! তাহলে খুব বেশি বাঘ নেই। আমাদের জাতীয় পশু বাঘ সম্পর্কে আরো অনেক কিছু জানতে চাই। বাপি আমাকে বাঘ নিয়ে আরো কিছু বলো। আবদার জুড়ল ওয়াফিকা। তাহলে শোনো, বাঘের মোট ছয়টি উপপ্রজাতি আছে।
আমাদের বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস। একটা মজার বিষয় কী জানো, যখন বাঘের বাচ্চা হয় তখন কখনো কখনো পুরুষ বা মর্দা বাঘ বাচ্চাকে খেয়ে ফেলে। তাই বাঘ বাবার হাত থেকে বাঁচানোর জন্য বাঘিনী বাচ্চা হওয়ার আগেই দূরে কোথাও চলে যায়। বাচ্চা হওয়ার পর ওকে বড় করা, এমনকি শিকার শেখানো, সব দায়িত্ব পালন করে বাঘিনী বা মা বাঘই। আরে এ তো বেশ অদ্ভুত ব্যাপার। আমার তো জানা ছিল না। আচ্ছা বাপি, বাঘ কী খায়? বাঘ মাংসাশী পশু। যে বনে যে ধরনের প্রাণী আছে বাঘ সে ধরনের প্রাণী শিকার করে খায়। যেমন সুন্দরবনের বাঘ সাধারণত হরিণ আর বুনো শূকর খায়। তবে বিপদে পড়লে বাঘ অনেক কিছুই খায়। এমনকি বাঘের গলায় মাছ খেতে গিয়ে কাঁটা বিঁধে যাওয়ার ঘটনাও শোনা যায়। আচ্ছা বাপি, বাংলাদেশে কি শুধু সুন্দরবনেই বাঘ আছে? ভালো প্রশ্ন করেছ। একটা সময় প্রায় গোটা বাংলাদেশেই বাঘ ছিল। এমনকি আমাদের এই ঢাকা শহরের কাছেও বাঘ ছিল। একজন জমিদার ১৯৪৫-৪৬ সালে ঢাকার বেশ কাছে মধুপুরের শালবনে বাঘ মেরেছিলেন। ওই সময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার আর রাঙামাটিবান্দরবানরে বন-পাহাড়েও বাঘেরা মহানন্দে ঘুরে বেড়াত। আমরা মানুষেরাই ওদের শিকার করে শেষ করে ফেলেছি। ইস। কী সুন্দর একটা প্রাণী। এভাবে ওকে মেরে
ফেলে শিকারিরা। তাহলে তো বাংলাদেশে সুন্দরবন ছাড়া আর কোথাও বাঘ নেই? মন খারাপ করে বলল ওয়াফিকা। তাহলে এবার একটা তথ্য দিচ্ছি। এটা শুনে তোমার মনটা ভালো হয়ে যাবে। এখনো রাঙামাটি আর বান্দরবানের দুর্গম পাহাড়ে থাকা মানুষরো বাঘ দেখার কথা বলে। এই তো কিছুদিন আগেই রাঙামাটির কাসালংয়ের জঙ্গলে একটা বাঘকে সাঁতরে নদী পেরোতে দেখার গল্প বলেছে ওখানকার মানুষ। তেমনি বান্দরবানের সাক্সগু আর মাতামুহুরির জঙ্গলেও এখনো বাঘ দেখার কথা শোনা যায়। বাপি, আমরা তো আজ রাতেই বান্দরবান যাচ্ছি। ভাগ্য ভালো থাকলে বান্দরবানে বাঘ দেখে ফেলতে পারি, কী বলো! খুশিতে লাফাতে শুরু করল ওয়াফিকা।
বাঘ ফ্যাক্টস
১. পৃথিবীতে এখন বুনো বাঘ আছে তিন হাজার ৯০০টি। ১৩টি দেশে এই বাঘেদের আস্তানা।
২. বাঘ খুব ভালো সাঁতার জানে। তবে শরীরে বৃষ্টির পানি লাগানো একেবারেই পছন্দ নয়।
৩. বাঘের বাচ্চাদের জন্মের সময় চোখ ফোটে না। মানে ওরা কিছু দেখতে পায় না। এক-দুই সপ্তাহ হলে তখন তারা দেখতে পায়।
৪. ছয় মাস বয়সেই শিকার শিখে যায় বাঘের বাচ্চা। মায়ের সঙ্গে মোটামুটি দেড় বছর পর্যন্ত থাকে।