দক্ষিণারঞ্জন মিত্র - ইকরিমিকরি । আমাদের স্বপ্নরাজ্য
দক্ষিণারঞ্জন মিত্র

দক্ষিণারঞ্জন মিত্র

ছবি : প্রসূন হালদার

আচ্ছা বলো তো ঠাকুরমার ঝুলি কে পড়েনি?

তুমি, তোমরা, আমি আমরা মোটামুটি সবাই কিন্তু পড়ে ফেলেছি।

ঠাকুরমার ঝুলি এবং হারিয়ে যাওয়া গ্রামবাংলার কল্পকাহিনিগুলোর সংগ্রাহক মহাশয়কেও সবাই চিনি। দক্ষিণারঞ্জন মিত্র।

জন্মগ্রহণ করেছিলেন ১৫ এপ্রিল ১৮৭৭ সালে। ১৯৫৬ সালের ৩০ মার্চতিনি মারা যান। দক্ষিণারঞ্জনের বাবা রমসারঞ্জন ১৯০২ সালে মারা যাওয়ার পর তিনি পিসিবাড়ি টাঙ্গাইলে চলে আসেন। জীবন ও প্রকৃতির সাথে ছিল তার ঘনিষ্ঠ যোগাযোগ। গ্রাম-গঞ্জের দোকানে বসে সাধারণ মানুষ নানা ধরনের গল্প বলত। মুখে মুখে রচিত হতো কত কল্পকাহিনি। তিনি এসব শুনতেন। পরে একটুবড় হওয়ার পর দক্ষিণারঞ্জন মিত্র দীর্ঘ১০ বছর ঘুরে ঘুরে হারিয়ে যাওয়া বিভিন্নগল্প সংগ্রহের কাজ শুরু করেন।

তার সংগৃহীত জনপ্রিয় রূপকথার সংকলনটি চারটি খ-ে প্রকাশিত-ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠানদিদির থলে এবং দাদামশায়ের থলে। এ ছাড়াও তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে সবুজ লেখা, আশীর্বাদ ও আশীর্বাণী, কর্মের মূর্তি, বাংলার ব্রতকথা, আমাল বই, চারু ও হারু, ফার্স্টবয়, লাস্ট বয় প্রভৃতি।

আপনার মতামত দিন

Shopping Cart