

পটচিত্র – কর্মশালা সিরিজ
পটচিত্র আঁকা শিখতে চাও?
পটুয়া হতে চাও?
পটচিত্র কর্মশালা সিরিজে অংশ নাও
প্রশিক্ষক ॥ শিল্পী নিখিল চন্দ্র দাস, নড়াইল
- বয়স: ৮+
- তারিখ: ১৮ ও ১৯ অগাস্ট ২০২২
- সময়: সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা
- স্থান
রেজিষ্ট্রেশন করতে
অংশগ্রহণ নিশ্চিত করতে ১২ আগস্ট রাত ৮টার মধ্যে ৩০০০টাকা বিকাশ করতে হবে। (আসন সংখ্যা খুবই সীমিত)
সরবরাহ করা হবে
ক্যানভাস, রঙ, তুলি ও অন্যান্য শিল্পসামগ্রী প্রশিক্ষণ শেষে ॥ সনদ প্রদান করা হবে।
পট সম্পর্কে
পট অর্থ কাপড়। পটের উপর রং তুলি দিয়ে ধারাবাহিক ভাবে কাহিনী আঁকা হয়ে থাকে । অন্তত আড়াই হাজার বছর ধরে পটচিত্র এ উপমহাদেশের শিল্প জনজীবনের আনন্দের উৎস, শিক্ষার উপকরণ এবং ধর্মীয় আচরণের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে পটচিত্র । বাংলাদেশে গাজীর পট ও পশ্চিমবঙ্গে কালীঘাটের পট উল্লেখযোগ্য ।
পট মূলত দুই ধরনের-
জড়ানো পট: এ ধরনের পট ১৫-৩০ ফুট লম্বা এবং ২-৩ ফুট চওড়া হয়।
চৌকা পট: এগুলোর আকারে ছোট হয়।আমাদের এবারের কর্মশালা চৌকো পট বিষয়ে।
চৌকা পট: এগুলোর আকারে ছোট হয়।আমাদের এবারের কর্মশালা চৌকো পট বিষয়ে।