জাইমা বড় হয়ে চিত্রশিল্পী হবে - ইকরিমিকরি । আমাদের স্বপ্নরাজ্য
জাইমা বড় হয়ে চিত্রশিল্পী হবে

জাইমা বড় হয়ে চিত্রশিল্পী হবে

সিনেমা হলে এখন খুব সুন্দর একটি সিনেমা চলছে। নাম ‘রেহানা মরিয়ম নূর’। এতে আর সবার সাথে দারুণ অভিনয় করেছে ছোট্ট বন্ধু আফিয়া জাহিন জাইমাও। জাইমা তার অভিনয়সহ আরো অনেক কিছু নিয়ে কথা বলেছে ইকরিমিকরি বন্ধু মাহতাব হোসেনের সাথে।

ইকরিমিকরি : তোমার এখন বয়স কত?
জাইমা : আমার এখন বয়স আট চলছে।

ইকরিমিকরি : কোন ক্লাসে পড়ো তুমি?
জাইমা : আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি।

ইকরিমিকরি : সিনেমায় তোমার নাম কী থাকে?
জাইমা : ইমু।

ইকরিমিকরি : ইমু যে সকলের কাছে পরিচিত হয়ে যাবে, তখন আব্বু-আম্মুর কেমন লাগবে?
জাইমা : অনেক প্রাউড ফিল করবে।

ইকরিমিকরি : তুমি কি এখন থেকে নিয়মিত অভিনয় করতে চাও?
জাইমা : আসলে ভালো কিছুর জন্য কেউ ডাকলে তাহলে করতে চাই।

ইকরিমিকরি : ধরো এই সিনেমাটা দেখে সবাই বলল তুমি খুব ভালো করেছ, তখন কী করবে? নিয়মিত অভিনয় করবে?
জাইমা : হ্যাঁ, জোর দিলে করব।

ইকরিমিকরি : ভবিষ্যতে কী হতে চাও, বড় হয়ে?
জাইমা : আসলে আমি আর্টিস্ট হতে চাই। আমি আর্ট করা অনেক পছন্দ করি।

ইকরিমিকরি : ছবি আঁকা?
জাইমা : হুম। ইকরিমিকরি : তাহলে তুমি আর অভিনয় করবে না? চিত্রশিল্পী হয়ে যাবে?
জাইমা : হ্যাঁ।

ইকরিমিকরি : তোমার বন্ধুরা তোমার অভিনয় দেখে কী বলল?
জাইমা : অনেক ভালো বলছে।

ইকরিমিকরি : আর তোমার শিক্ষকরা? তারা কী বলল?
জাইমা : আমার শিক্ষকরাও অনেক ভালো হয়েছে বলছে।

ইকরিমিকরি : তোমার মা-বাবার কথা শুনতে চাই।
জাইমা : তারা সবাই আমাকে এত সাপোর্ট আর উৎসাহ দিয়েছে যে আমার একদমই মনে হয়নি আমি তাদেরকে ছাড়া শুটিংয়ে ছিলাম।

ইকরিমিকরি : তোমার মা-বাবার কথা মনে পড়ে তখন কান্না আসেনি?
জাইমা : আসলে তখন এতটাও ছোট ছিলাম না যে আমার কান্না আসবে।

ইকরিমিকরি : তোমার আব্বু-আম্মু তোমাকে শাসনটাসন করে?
জাইমা : দুজনই আমাকে অনেক ভালোবাসে।

ইকরিমিকরি : তাহলে শাসন করে না একদম?
জাইমা : আসলে যখন না পড়তে চাই তখন একটুখানি করে।

ইকরিমিকরি : তোমার আব্বুর নাম?
জাইমা : আমার আব্বুর নাম আব্দুল্লাহিল জামিল।

ইকরিমিকরি : আর তোমার আম্মুর নাম?
জাইমা : আম্মুর নাম সামছিয়া নূর মৌ। ইকরিমিকরি : তোমরা কয় ভাই বোন? জাইমা : আমার একটি ছোট বোন আছে।

ইকরিমিকরি : কী নাম ওর?
জাইমা : জান্নাতুল ফেরদৌস জিনায়া।

আপনার মতামত দিন

Shopping Cart